ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

বাল্যবিয়ে ঠেকাতে ইউএনওকে স্কুলছাত্রীর চিঠি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:৫৬, ৭ আগস্ট ২০১৯

বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে এক স্কুলছাত্রী। মোমিনা সরাইলের বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বইগর গ্রামের প্রয়াত নুরুল আমীনের মেয়ে। 

মঙ্গলবার দুপুরে মোমিনা বেগম নিজে সরাইলের ইউএনও কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেয়। আগের দিন একই চিঠি আশুগঞ্জের ইউএনওর কাছেও পৌঁছে দেয় সে। 

আশুগঞ্জের ইউএনও মো. নাজিমুল হায়দার বলেন, স্কুলছাত্রী মোমিনার চিঠি আমি পেয়েছি। এ নিয়ে কথা বলতে উছমানসহ সংশ্নিষ্ট সবাইকে ডেকে পাঠানো হয়েছে। সরাইলের ইউএনও এএসএম মোসা বলেন, মোমিনাকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।

এনএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি